নাগরপুরে ২টি রাস্তা ও স্কুলের ভবন উদ্বোধন


টাঙ্গাইলের নাগরপুর উপজেলাধীন টাঙ্গাইল আরিচা আর এইচ টি রাস্তার ব্রাক অফিস সহবতপুর ইউ পি সি সড়ক উন্নয়ন ১২০০ মিটার, চৌবাড়িয়া বাজার-বাটরা বাজার রাস্তা চেইনজে ১৮৫০-২৭২৪ মিটার পাকা রাস্তার ভিত্তির প্রস্তর ও চৌবাড়িয়া পচাঁসারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এ নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এসময় সহবতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফায়েল আহামেদ, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।