বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ
টাঙ্গাইলের বাসাইলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
২০২২-২৩ অর্থ বছর খরিপ-২/২০২৩-২৪ মৌসুমী রোপা আমান ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
রোববার (১৮ জুন) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে পর্যায়ক্রমে ৯০০ জন কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, রাজিক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী,বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলমসহ প্রমুখ।