সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
 
												 
																			টাঙ্গাইলের বাসাইলের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গনি হাবিব, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক হামিদুর রহমান, হুমায়ুন কবির, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিক, আলেকজান্ডার আজাদ মিয়া, মোশারফ হোসেন, আলমগীর হোসেন, মিনহাজ উদ্দিন, লিটন মিয়া, সিরাজুল ইসলাম, নার্গিস আক্তার প্রমুখ। 
পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মুনাজাত করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৪ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
								 
                         
 
             
            