মির্জাপুরে দুইটি বইয়ের মোড়ক উন্মাচন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০০ পিএম, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ | ৪৪১

মির্জাপুরে ‘শত বর্ষের সফল ব্যক্তি মির্জাপুর’ এবং ‘মহাবিশ্বের মহাভাবনা’-নামে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।
‘ছায়ানীড় টাঙ্গাইল’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডা. মো. ফারুক হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর রশিদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, কানাডা প্রবাসী গবেষক প্রফেসর ইসমত আরা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, সৃজন মির্জাপুরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী প্রমুখ।

অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জাহাঙ্গীর আলম খান রচিত ‘মহাবিশ্বের মহাভাবনা’ এবং মনন মাহথির এর ‘শত বর্ষের সফল ব্যক্তি মির্জাপুর’-নামে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।