সূয্যি মামার হাসি


ভোরের ঐ সূয্যি মামা
উঁকি মারে দিঘীলয়
ডেকে বলে ইশারায়
ঘুম বিদায় বেলায়।
আঁখি মেলে দেখি
সূয্যি মামার হাসি।
বাইরে যেয়ে দেখি
নির্মল হাওয়া বইছে,
এ হাওয়াতে সবুজ পাতা দোলে
এ হাওয়া আমার গা জুড়িয়েছে!
আর ঐ সূয্যি মামার হাসিতে,
সমস্ত প্রকৃতি হাসছে।