বইমেলায় এসেছে জয়শ্রী দাসের "দেশ ও একটি জঠরের মৃত্যু

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ১০:০০ পিএম, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ | ৪৫০

এবারের একুশে বইমেলায় এসেছে খ্যাতিমান লেখিকা জয়শ্রী দাসের দেশ ও একটি জঠরের মৃত্যু নামক গ্রন্থ। পাওয়া যাচ্ছে ৩২১ নং টাঙ্গন প্রকাশনার স্টলে। 

এ উপন্যাসের পাতায় ১৯৬৬ থেকে ১৯৭১ সালের বিভিন্ন ঘটনা প্রবাহ প্রকাশিত হয়েছে। স্বাধীনতা কেন হল এ বিষয়টি জানতে হলে 'দেশ ও একটি জঠরের মৃত্যু' উপন্যাসটি পড়া প্রয়োজন। 

উপন্যাসের পাতায় পাতায় একজন ছাত্রনেতা কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো আলোকিত পথ অনুসরণ করে দেশের স্বাধীনতার জন্য কাজ করছেন সে কথা বিদৃত আছে।

ঐতিহাসিক ঘটনার সাথে সাথে প্রেম দুটোই এগিয়ে চলেছে এ উপন্যাসে। গভীর রাতে মহকুমা শহরের নীল আকাশে চকচকে রূপালী চাঁদ আলো ছড়িয়ে যাচ্ছিল। এখনো জেগে আছে তুলি। তার মনে শুধু একটাই চিন্তা কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে নিয়ে আসা যায়।

সব মিলিয়ে পাঠকদের তৃষ্ণা নিবারনের অন্যতম হবে গ্রন্থটি। যা লেখকের অতীতের লেখা বইগুলোর মতোই পাবে প্রিয়তা।