ঐক্যবদ্ধতার মাধ্যমে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবেঃ রমেশ চন্দ্র

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৯ এএম, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ | ১৮৯

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য দলের প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতা-কর্মীদের এই ঐক্যবদ্ধতার মাধ্যমেই পুণরায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, গত ২০১৪ সালে আপনারা দেখেছেন বাংলাদেশে কি পরিমাণ জ্বালাও পোড়ার বিএনপি-জামায়াত করেছিল। এতে অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের সময় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বরত ব্যক্তিদের মারপিট করে সেন্টার পুড়িয়ে দিয়েছিল। প্রিজাইডিং অফিসারকে হত্যাও করেছিল। তিনি বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক; বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। তবে বিএনপি-জামায়াত যদি পূর্বের মত বিশৃঙ্খলা-নাশকতা করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমারা তা প্রতিরোধ করব।

রমেশ সেন বলেন, বিগত সময়ে মানে যখন বিএনপি-জামায়াত ক্ষমতায় ছিল, তারা যখন বাংলাদেশ পরিচালনা করেছিল। তখন নিশ্চয়ই আপনারা দেখেছেন তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশের উন্নয়ন করেনি। তারা দেশের ক্ষতি করেছে, দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। এতিমদের টাকাও আত্মসাৎ করেছে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উদাহরণ যদি দেই, তাহলে আপনারা বুঝতেই পারছেন এ আসনে আ.লীগ কি পরিমাণ উন্নয়ন করেছে। এ আসনে যখন বিএনপির ফখরুল এমপি ছিলেন তখন তিনি কি উন্নয়ন করেছেন; কিছুই করেনি। তিনি তো নিজের পকেট ভরতে ব্যস্ত ছিলেন। যখন আ.লীগ ক্ষমতায় এলো তখন আ.লীগ ঠাকুরগাঁও-১ আসন সহ দেশের প্রত্যেকটি আসনে প্রচুর উন্নয়ন করেছেন। আর এসব উন্নয়ন দৃশ্যমান