রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষায় আইন সংশোধন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯ | ২৩০

আইন না মেনে বিদেশ থেকে আমদানী ও বিদেশে রফতানি করলে ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন ২০১৯ আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এই আইনের। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান।

তিনি জানান, আইনে বেশকিছু পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ৩ এ বৈদেশিক পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ছিল ৪০ শতাংশ। নতুন সংশোধিত আইনে এখন তা বেড়ে করা হয়েছে ৫০ শতাংশ।

অর্থ্যাৎ বৈদেশিক পণ্য রফতানি আমদানীর ক্ষেত্রে যত জাহাজ চলবে তার ৫০ শতাংশ জাহাজ বাংলাদেশি পতাকাবাহী সরকারি জাহাজ চলবে। বাকি ৫০ শতাংশ চলবে বেসরকারি জাহাজ। আর যদি সরকারি জাহাজ ৫০ শতাংশ না থাকে সেক্ষেত্রে সমপরিমান জাহাজ বেসরকারি চলতে পারবে। যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, এর পরের পরিবর্তনে আগে থেকে এ আইনে থাকা ধারা ৬ এবং ৭ ধারা এবার বাদ দেওয়া হয়েছে।

তবে এই আইনের বিধান লঙ্ঘন করলে আইনে শাস্তির বিধানে ৫ লাখ টাকা করা হয়েছে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।