কঙ্গোতে ইবোলায় ৬৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ১৯৭

ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা রোগে আক্রান্ত হয়ে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএন। 

উক্ত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি চিকিৎসার জন্য হাসপাতালে আসা সম্ভাব্য দেড়শ' রোগীর মধ্যে ১১৯ জনের ইবোলায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় বাকি ৩১ জনও এ রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এই রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে পড়ছে। ওই প্রাণহানির বাইরে আরও অন্তত ৩১ জন আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বর্তমানে এই রোগে মৃতের সংখ্যা একশ' ছাড়িয়েছে। এ ব্যাপারে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) উদ্বেগ প্রকাশ করেছে।

ডব্লিউএইচওর জরুরি তৎপরতা বিভাগের উপমহাপরিচালক পিটার সালামা বলেন, ‘আমরা একশ জনের মর্মান্তিক মৃত্যু অতিক্রম করেছি। বেশ কিছু বড় বিপত্তি এই জরুরি পরিস্থিতিকে বাধাগ্রস্ত করছে।’  

দুই মাস আগে দেশটির উত্তর কিভু অঞ্চলে প্রাণঘাতী ইবোলা ছড়িয়ে পড়ে। ওই এলাকায় একশরও বেশি সশস্ত্র বিদ্রোহী আছে। তাদের কারণেও মারাত্মকভাবে ইবোলা প্রতিরোধ বাধাগ্রস্ত হচ্ছে।