রংপুরে উদ্ধারকৃত গ্রেনেডটি গ্রাম পুলিশের পাহারায়

 রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০২:১৭ পিএম, রোববার, ২৮ জুন ২০২০ | ৫৫৯

রংপুরে উদ্ধারের সাত দিনেও অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেডটি  ঘাঘট নদীর পাড়েই রয়েছে। পুনরায় নদীতে ডুবিয়ে রেখে পাহাড়া দিতে দিন রাত কাটাচ্ছেন গ্রাম পুলিশরা।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের দমদমায় ঘাঘট নদী খননের সময়   পাইপ দিয়ে উঠে আসে এই হ্যান্ড গ্রেনেড।

গত ২২ জুন বিকালে নদী খনন কাজে নিয়োজিত  শ্রমিকরা দেখতে পেয়ে পু্লিশে খবর দেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ এসে প্রথমে পাশের পরিত্যাক্ত একটি জমিতে রেখে দেয়। খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে লোকজন ভীড় জমায়  হ্যান্ড গ্রেনেডটি দেখতে। 

ঐ দিন উপস্থিত মিঠাপুকুর  থানার এস আই মমিনুর রহমান বলেছিলেন,অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেডটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। আর এবিষয়ে  বিস্ফোরক দলকে জানানো হয়েছে।

এদিকে এলাকাবাসীরা বলছেন-সাত দিনেও গ্রেনেডটি নিস্ক্রিয়  করা হয়নি। 

কথা হয় গ্রাম পুলিশ আবু ছিদ্দিক ও আমজাদের সাথে। তারা জানান- গ্রেনেডটি পাহাড়ায় সাতদিন ধরে নদীর পাড়ে দিন রাত কাটছে। স্যারেরা থানা থেকে এসে খোঁজ নেয়।

এবিষয়ে ওসি তদন্ত জাকির হোসেন বলেন,হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর টিমকে চিঠি দেয়া হয়েছে। আর গ্রাম পুলিশের পাশাপাশি  পুলিশ সেখানে খোঁজ খবর নিচ্ছে।