বিপ্লব থেকে বিজয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত “বিপ্লব থেকে বিজয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও রাজনৈতিক-গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে আরো সচেতন ও সংগঠিত ভূমিকা রাখতে হবে। তাঁদের মতে, বিপ্লব কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, ন্যায়, অধিকার ও সমান সুযোগের ভিত্তিতে সমাজ পুনর্গঠনের প্রক্রিয়া আর সেই লক্ষ্য বাস্তবায়নই প্রকৃত বিজয়।
এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মন্ডল, এনসিপির উত্তর অঞ্চলের নেতা সাইফুল্লাহ হায়দার, জেলা ডিপুটি কমান্ডার নুরুজ্জামান, এবং বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক তুষার আহমেদ ও সদস্য সচিব তৌকির আহমেদ।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা ও করণীয় বিষয়ে মতামত বিনিময় করেন। এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন কারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।