ঠাকুরগাঁওয়ে টেন্ডার ছাড়াই গাছ কাটার অভিযোগ

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২ পিএম, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ | ২১০

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে টেন্ডার ছাড়াই আবু হানিফের বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার আক্চা ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এ গাছ কাটা হয়। আবু হানিফ আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম শহিদুল ইসলামের চাচাচো ভাই।

স্থানীয় ও আকচা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সাবেক ইউপি সদস্য মোখলেসুর রহমান বলেন, ২০০৩-২০০৪ অর্থ বছরে ঠাকুরগাঁও বন বিভাগের উদ্যোগে আকচা ইউনিয়নে ১৬৫ জন উপকারভোগী ৩৫ কিলোমিটার এলাকায় আকাশ মণি, শিশু, কড়ইসহ বিভিন্ন প্রজাতির ৩৫ হাজার গাছ রোপন করে। বুধবার সকালে আবু হানিফ টেন্ডার ছাড়াই গোপনে সামাজিক বনায়নের ১৪টি আকাশ মণি গাছ কর্তন করেন। যার মূল্য প্রায় লক্ষধিক টাকা। আকচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আমার চাচাতো ভাই আবু হানিফ গাছ কেটেছে জানি। তবে গাছ কাটার টেন্ডারের মাধ্যমে অনুমতিপত্র তার কাছে ছিল কিনা বলতে পারছি না। 

অভিযুক্ত আবু হানিফ বলেন, সামাজিক বনায়নের কিছু গাছ শুকিয়ে যায়। এজন্য শ্রমিক দিয়ে সেগুলো গাছ কেটে নিয়েছি। তবে গাছ কাটার বিষয়ে বন বিভাগ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি।

ঠাকুরগাঁও সদর উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহান শাহ আকন্দ বলেন, গাছ কাটার বিষয়টি জানি না; আপনার মাধ্যমে জানলাম। সামাজিক বনায়নের গাছ কর্তন করতে হলে টেন্ডারের মাধ্যমে অনুমতিপত্র লাগবে; এছাড়া কেউ গাছ কাটতে পারবে না। কেউ যদি অনুমতি ছাড়া গাছ কাটে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পাওয়ার পর কর্তনকৃত গাছগুলো উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।