আবুল কালাম আজাদ সিদ্দিকী

বিএনপির কারো মধ্যে যেন আ.লীগের চরিত্র ফুটে না উঠে

মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, শুক্রবার, ১৩ জুন ২০২৫ | ২০৪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আ.লীগ পতনের পর দেশের মানুষের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই সময়ে কারো মধ্যে যেন আ.লীগের চরিত্র ফুটে না উঠে। বিএনপির নাম করে কেউ অরাজকতা এবং চাঁদাবাজের সাথে জড়ীত হলে দলীয়ভাব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শুক্রবার বিকেলে মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অথিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে  অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন,  সাবেক যুবদল নেতা গোলাম মোস্তফা জীবন মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন আলী আজম সিদ্দিকী প্রমুখ। 

প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, শহীদ  রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। ৭ ই মার্চ ভাষণের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই বলে তিনি মন্তব্য করেন।