কালিহাতীতে নব-জাগরণ আদর্শ যুব সংঘ ক্লাবের শুভ উদ্বোধন


টাঙ্গাইলের কালিহাতীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নব-জাগরণ আদর্শ যুব সংঘ ক্লাব। এ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় চাটিপাড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সুধীর চন্দ্র পাল।
সংগঠনের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রমূখ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়, যা উপস্থিত যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সংগঠনটি যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের প্রতি সকলেই আস্থা ও শুভকামনা প্রকাশ করেন।