আসছে “এবং সুন্দরীতমা” !

আলোকিতপ্রজন্ম
প্রকাশিত: ০৪:২৮ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৬০৫
অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ এ আদিত্য অনীক প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে কবি সাকিব জামালের তৃতীয় কাব্যগ্রন্থ “এবং সুন্দরীতমা” ।
 
বইটিতে থাকছে :
 
  • একগুচ্ছ হৃদয় ছুঁযে যাওয়া প্রেমের কবিতা ।
  • একগুচ্ছ শিহরণ জাগানিয়া বিরহের কবিতা ।
  • একগুচ্ছ মোহনীয় হাইকু ।
বইটি পাওয়া যাবে বইমেলায় ৬৬১ নম্বর স্টলে । অনলাইনে সংগ্রহ করতে পারবেন রকমারি ডট কম থেকে ।