রাস্তায় পাওয়া সেই বৃদ্ধা এখন সরকারি আশ্রয় কেন্দ্রে

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০১:৪০ পিএম, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | ২৯৫
গত বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে পাওয়া অজ্ঞাত সেই বৃদ্ধা নারীর ঠিকানা এখন সরকারি আশ্রয় কেন্দ্রে। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের মানবিকতায় পথে পাওয়া সেই বৃদ্ধা নারী কে হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। সুস্থ হয়ে ওই বৃদ্ধা তার নাম ঠিকানা বলতে পারেননি। এদিকে বিভিন্ন মাধ্যমে তার সন্ধান পাওয়ার খবর জানানো হলেও কোন সংবাদ পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধা নারীকে গাজীপুরের কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। 
 
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বুধবার রাতে তাকে সফিপুর থেকে অসুস্থ অবস্থায় পেয়েছি। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে তিনি তার নাম ঠিকানা বলতে পারেনি। তার পরিচয় না পেয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।