তরমুজের বাজার তদার‌কির দাবী ক্রেতা‌দের

টাঙ্গাই‌লে ৬০ টাকা কে‌জি দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে তরমুজ

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ | ১৮২

টাঙ্গাই‌লে শহর কিংবা গ্রাম পর্যা‌য়ের হাট বাজা‌রগু‌লো‌তে ৫০ থে‌কে ৭০টাকা কে‌জি দ‌রে তরমুজ বিক্রি হ‌চ্ছে। এ‌তে নিম্ন আ‌য়ের মানু‌ষের ক্রয় ক্ষমতার বাই‌রে চ‌লে গে‌ছে। ই‌চ্ছে হ‌লেই এসব মানুষজন কে‌জি দ‌রে তরমুজ কিন‌তে পার‌ছে না। 

টাঙ্গাইল শহ‌রের নিরালা মোড়, পা‌র্কের বাজারসহ জেলার বিভিন্ন বাজা‌রে গি‌য়ে দেখা গে‌ছে, তরমু‌জের দোকানগু‌লো‌তে ক্রেতাদের ভীর। কে‌জি দ‌রে তরমু‌জের দাম বে‌শি হ‌লেও রোজা থাকার কার‌ণে এর চা‌হিদা বে‌ড়ে‌ছে। আবার প্রচন্ড তাপদাহের কার‌নে জেলায় তরমু‌জের চা‌হিদা বাড়‌ছে। 

ত‌বে ক্রেতা‌দের অ‌ভি‌যোগ প্রশাস‌ন তরমু‌জের উপর বাজার ম‌নিট‌রিং না থাকার কার‌ণে ব‌্যবসায়ীরা কে‌জি দ‌রে বে‌শি দা‌মে তরমুজ বি‌ক্রি কর‌ছে। 

টাঙ্গাই‌ল শহ‌রের নিরালা মোড় এলাকায় তরমুজ কিন‌তে সোহরাব হোসেন ব‌লেন, আ‌গে এক পিচ তরমুজ কিনতাম একশ থে‌কে দেড়শ টাকার ম‌ধ্যে। এখন বাজার থে‌কে তরমুজ কিনতে হ‌চ্ছে কে‌জি দ‌রে। তাও আবার ৬০টাকা কে‌জি। এ‌তে নিম্ন আ‌য়ের মানু‌ষজন তরমুজ কি‌নে খাওয়া অসম্ভব হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে। 

টাঙ্গাইল পা‌র্কের বাজা‌রে তরমুজ কিন‌তে আসা রা‌সেল ব‌লেন, তরমু‌জের উপর প্রশাস‌নের ক‌ঠোর নজরদারী প্রয়োজন। ব‌্যবসায়ীরা বাজা‌রে সি‌ন্ডি‌কেট ক‌রে কে‌জি দ‌রে তরমুজ বি‌ক্রি কর‌ছে। পিচ হি‌সে‌বে কিন‌তে গে‌লেও সেই ৬০টাকা কে‌জি প‌ড়ে যায়। 

জানা গে‌ছে, টাঙ্গাইল শহর ও উপ‌জেলার বি‌ভিন্ন হাট বাজারগু‌লো‌তে প্রায় একই দা‌মে তরমুজ বি‌ক্রি হ‌চ্ছে। ত‌বে গ্রা‌মের বাজারগু‌লো‌তে ৬০ টাকা থে‌কে ৭০টাকা কে‌জি এবং শহরগু‌লো‌তে ৫০ টাকা থে‌কে ৬০টাকা কে‌জিতে তরমুজ বি‌ক্রি হ‌চ্ছে। 

ক্রেতারা জানান, সব জায়গায় কে‌জি দ‌রে তরমু‌জ বি‌ক্রির দা‌য়ে জ‌রিমানা হ‌চ্ছে। কিন্তু টাঙ্গাই‌লে কোথাও এর বিরু‌দ্ধে অ‌ভিযান বা তরমু‌জের বাজার স্থি‌তি‌শীল রাখ‌তে প্রশাস‌নের অ‌ভিযান দেখা যা‌চ্ছে না। 

পা‌র্কের বাজা‌রে তরমুজ ব‌্যবসায়ীরা জানান, খুলনার মোকাম থে‌কেই কে‌জি দ‌রে তরমুজ কি‌নে আন‌তে হ‌চ্ছে। এরপর প‌রিবহণ খরচ ও লেবার খরচ মি‌লে খুব বে‌শি তরমুজ বি‌ক্রি‌তে লাভ নেই। আবার হয়ত ব‌রিশাল থে‌কে তরমুজ পিচ হি‌সে‌বে কিন‌তে হ‌বে তখন আবার তরমুজ পিচ হি‌সেবেই বি‌ক্রি কর‌বো। মোকাম থে‌কে তরমুজ কি‌নে আন‌তে আড়ৎ পর্যন্ত প্রতি কে‌জি তরমু‌জের দাম প‌ড়ে ৩০ টাকা থে‌কে ৩৫টাকা। এরপর শ্রমিক খরচ ও দোকান ভাড়া আ‌ছে। এরপরও ক্রেতা‌দের কা‌ছে ৫০টাকা কে‌জি দ‌রে বি‌ক্রি কর‌ছি। 

টাঙ্গাই‌লের জেলা প্রশাসক ড. মো: আতাউল গ‌নি ব‌লেন, তরমুজ কে‌জি দ‌রে বি‌ক্রি নি‌য়ে বি‌ভিন্ন জায়গায় মোবাইল কোর্ট হ‌চ্ছে দেখ‌ছি। তারা কিভা‌বে করে এটার আইন আ‌মি জা‌নিনা এজন‌্য টাঙ্গাই‌লে তরমু‌জের উপর কোন মোবাইল কোর্ট হ‌চ্ছে না। আ‌মি আইনগতভা‌বে এটা প‌রিস্কার না তারা কোন আই‌নে এটা ক‌রে। এছাড়া প্রশাসনের পক্ষ থে‌কে নিয়মিত বাজারগু‌লো ম‌নিট‌রিং করা হ‌চ্ছে। তরমুজ কে‌জি‌তে বি‌ক্রি কর‌বে এটার জন‌্য জ‌রিমানা কর‌তে পারি না।