টাঙ্গাইলে বৃক্ষ রোপন কর্মসূচি ও বিতরণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ৪৩
" বৃক্ষ রোপন করি,সবুজ সুন্দর আগামী গড়ি" এই স্লোগানে  তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষ রোপন কর্মসূচী ও বিতরণ কার্যক্রম শুরু  হয়েছে। 
 
শুক্রবার সকালে পৌর শহরে পাড়দিঘুলীয়া গ্রামে সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে  এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 
বৃক্ষ রোপন ও  বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন  করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন।
 
এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারি,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী,সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি কাইয়ুম  চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ প্রমুখ।
 
বৃক্ষ রোপন কর্মসুচি ও বিতরণ কার্যক্রম চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এসময় কালে এক হাজার আম,জাম,কাঠাল,আকাশমনি,কদম সহ বিভিন্ন গাছের চারা রোপন ও বিতরণ করা হবে।