ভাসানী পরিষদ-এর উদ্যোগে 'নিরন্ন মানুষের জন্য ঈদ উপহার' নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ পিএম, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ | ১০৪

ঈদ উপলক্ষে নিরন্ন মানুষের জন্য ঈদ উপহার পৌঁছে দেয়ার জন্য ভাসানী পরিষদ-এর উদ্যোগে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় মোঃ জিন্নাহ খান এর সভাপতিত্বে ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ভাসানী পরিষদের ঈদ তহবিলে দান অনুদান গ্রহণ ও আগামী ২৭ রমজান (১০ মে ২০২১) নিরন্ন মানুষের মাঝে ত্রাণ/ঈদ উপহার বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া পরিষদ-এর ওয়েব সাইটটি আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে পরিষদের সম্মানীত সদস্য সালমান জুয়েল রহমান ও জাফর মুহাম্মদ কে দায়িত্ব অর্পণ করা হয় এবং আগামী এক মাসের মধ্যে এর অগ্রগতি তুলে ধরার অনুরোধ করা হয়। এসময় উপস্থিত ছিলেনঃ ড.শফিকুল ইসলাম কানু (উপদেষ্টা), মোঃ আব্দুর রাজ্জাক (উপদেষ্টা), রওশন আরা রাণী (উপদেষ্টা), মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, মোহাম্মদ রফিকুল ইসলাম মীর্জা, সালমান জুয়েল রহমান, দিলোয়ারা সুলতানা, মোঃ অলিউল্লাহ, রাকিবুল হাসান রানা, জাফর মুহাম্মদ, তৌকির আহমেদ।

সভায় পরিষদের অন্যতম উপদেষ্টা গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে তাঁকে স্বাধীন বাংলাদেশের নির্মাতা আখ্যা দেন এবং এ ব্যাপারে ভাসানী পরিষদকে প্রস্তাবনা গ্রহনের অনুরোধ জানান।

সভা সঞ্চালনা করেন ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আজাদ খান ভাসানী।