রাজধানীতে পঞ্চাশ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ আটক ১

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | ৪৮৬

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০  গ্রাম হেরোইনসহ ০১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মং চিংদাই মার্মা (৩৯) ।

সিটিটিসি সূত্রে জানা যায় – গোপন তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০১৮ সোমবার ০৯.৩৫ টায় মতিঝিল থানাধীন কবি জসীম উদ্দিন রোডের উত্তর মাথার ডান পাশে ফুটপাতের উপর হতে মাদকসহ মং চিংদাই মার্মাকে গ্রেফতার করে ফেইক কারেন্সী নোট টিম, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ডিএমপি, ঢাকা ।

এসময় তার হেফাজত হতে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০  গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।

এই সংক্রান্তে মতিঝিল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।