যেখানেই থাকো ভালো থেকো

রুদ্র অয়ন
প্রকাশিত: ০৯:২২ এএম, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | ৩৩৩
ভোরের শিশির বিন্দু যেমন
সূর্যের আলোয় উধাও হয়ে যায়। 
তোমার অস্তিত্ব ঠিক তেমনই।
অক্ষাংশ দ্রাঘিমাংশে আজ 
কোত্থাও উপস্থিতি নেই তোমার। 
 
স্মৃতির বিচ্ছুরিত রক্তে
ভিজে যায় হৃদয়। 
রাত জাগা পাখির কান্না
প্রতিধ্বনিত হয় বুকে! 
তুমি এসব বুঝবে না, 
দিন বদলের পালায় 
সহজেই বদলে যাওয়া তুমি
নামের সাথে বাহারী টাইটেল 
বসিয়েছো আজকাল। 
 
হৃদয় ভেঙে
নিজ স্বার্থের খেয়ালে
কেবলই জয়ের নেশা তোমার। 
 
হেরে যাওয়ায় যে আনন্দ হয়
তা বোঝোনি কখনো।
অথচ তোমার ভালো থাকার
তোমার সুখে থাকার প্রত্যাশায়
তোমাকে আলোকিত দেখতে
মোমবাতির মতো নিজেকে 
জ্বালিয়ে পুড়িয়ে
আমি হেরেছি বারংবার। 
 
এখন আমার
কোনও পিছুটান নেই
নেই হারানোর ভয়। 
কারো জন্যে অপেক্ষা নেই।
নেই অপেক্ষার কোনও যন্ত্রণা। 
 
কাব্যের ভাঁজে
পরম ভালোবাসায়
তোমাকে লালন করি শুধু আজ! 
আজ আর আমার মাঝে
সত্যিকারের কোনও
অস্তিত্ব নেই তোমার। 
তবু শুভ কামনা রেখে যাই,
যেখানেই থাকো ভালো থেকো তুমি।