খুঁজি সুখের মোহনা


রুদ্র অয়ন এর কবিতা
খুঁজি সুখের মোহনা
ভালোবাসা কিনতে চেয়েছিলেম।
ভালোবাসার দামে কিনেছি বিরহ !
আনন্দ বিক্রি করে
কিনে নিয়েছি কষ্ট!
সুখ খুঁজেছিলেম তোমাতে
কিনে নিয়েছি দুঃখ।
দিবস রজনী
বুনেছিলেম এক স্বপ্ন,
সেই স্বপ্ন ভেঙে যায়
নিয়তির বেড়াজালে!
আমি কষ্ট জমা করে
দুঃখের ভেলায় ভাসি।
আমি অভিমান কিনে
ঝরাই চোখের নোনা জল
নিরবে নিভৃতে।
আমি অনুভূতি ফেরি করে
হিসেবের ঝুলিতে দেখি
একরাশ শুন্যতা!
পাবো না জেনেও
আনন্দ বিক্রি করে
কিনে নিয়েছি কষ্ট!
সুখ খুঁজেছিলেম তোমাতে
কিনে নিয়েছি দুঃখ।
দিবস রজনী
বুনেছিলেম এক স্বপ্ন,
সেই স্বপ্ন ভেঙে যায়
নিয়তির বেড়াজালে!
আমি কষ্ট জমা করে
দুঃখের ভেলায় ভাসি।
আমি অভিমান কিনে
ঝরাই চোখের নোনা জল
নিরবে নিভৃতে।
আমি অনুভূতি ফেরি করে
হিসেবের ঝুলিতে দেখি
একরাশ শুন্যতা!
পাবো না জেনেও
খুঁজে বেড়াই সুখের মোহনা।