মির্জাপুরে সিমীত আকারে বই বিতরণ উৎসব

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫ পিএম, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | ৫৯৪

টাঙ্গাইলের মির্জাপুরে সিমীত আকারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে সদরের মির্জাপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার প্রমুখ।

করোনা পরিস্থিতির কারনে সরকারের নির্দেশনা মোতাবেক বই উৎসব না হলেও শ্রেণি ভিত্তিক সিমীত আকারে বই বিতরণ করা হবে বলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানিয়েছন।