টাঙ্গাইলে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর মতবিনিময় সভা

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:৫২ পিএম, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ | ২৮২

টাঙ্গাইল জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কলেজ ঢাকার সাবেক প্রিন্সিপাল শাহ্ সুফী প্রফেসর ডা. মুহাম্মদ আমীরুল ইসলাম (পি.এইচ.ডি)।

মাহবুবিয়া দায়রা শরীফ টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব ডা. সৈয়দ শাহ্ ছাইদুল্লাহ কাদরীর সভাপতিত্বে মতবিনিময় সভার উদ্বোধন করেন গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই। 

সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ূন কবীর আল কাদরী।

টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলী আশরাফ খান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় সম্মানিত মেহমান ছিলেন আহমাদাবাদ শরীফ করটিয়ার পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফী সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আহমাদাবাদ দরবার শরীফ বুহুলী টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফী ক্বারী মাওলানা হাবিবুল্লাহ আল আহমাদি।

সভায় সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. আশেকুল হাসান, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুর রহমানসহ পীর মাশায়েখ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবীদগণ বক্তব্য রাখেন। 

সভার সার্বিক তত্বাবধানে ছিলেন টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ আব্দুল কুদ্দুস খুসরু।

এর সাবিক ব্যবস্থাপনায় ছিল আহমাদাবাদ শরীফ করটিয়া, মাহবুবিয়া দায়রা শরীফ টাঙ্গাইল ও গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখা।