তোমার স্পর্শে ধন্য জীবন


শ্রাবণ দিনে
বৃষ্টি নূপুর পড়ে
তুমি এসেছিলে;
তুমি রয়েই গেছো
হৃদয়ের গহীনে আমার!
তোমার শরীরের মিষ্টি গন্ধে
আমি মুগ্ধতায় দিশেহারা পাগলপ্রায়!
তুমি এক পশলা বৃষ্টি হয়ে
ভিজিয়ে দিলে
আমার তৃষিত হৃদয়।
তুমি আমার
হৃদয় বীণায় বাজালে সুর,
রিনিঝিনি ছন্দে
বিহ্বল হলেম আমি!
যাযাবর হৃদয়
ছিলো শুকনো মরুময়।
আমার তৃষিত সবুজ অরণ্য;
ধন্য তোমার
ভালোবাসার শ্রাবণ বর্ষনে।
মুষলধারে বৃষ্টিতে
কাঁপন ধরানো
প্রগাঢ় আলিঙ্গন,
তোমার প্রেম স্পর্শে
ধন্য হলো জীবন।