ছোট্ট একটি পুতুল উপহার


এক পসলা বৃষ্টি এসে
নেমে পড়লো তোমার চোখের কোণে,
তুমি ভালো নেই -
বলে গেল মন চুপিসারে কানে কানে।।
কতদিন দেখিনা ওই তোমাকে
অতৃপ্ত মন দেখে নাই দুচোখ ভরে,
সাঝের বেলা সন্ধ্যা এলে
বোবা মনে একাকী অশ্রু ঝরে।।
সময়ের উঠোনে জমেছে মেঘ
বৃষ্টিরা তাই এ ধরায় নামেনা,
আমার মত আজ আমি আছি
পূর্ণিমা তাই আর দেখা হয় না।
সময় শুধু এখন অপেক্ষার
পাশে থাকবে - এ মন সারাক্ষণ শুধু তোমার ;
লক্ষীটি করে থেক না আর অভিমান
ভালবাসায় দিব তোমায় ছোট্ট একটি পুতুল উপহার।।