২ ডিসেম্বর দাওয়াতুল হকের ইজতেমা

অালোকিত প্রজন্ম
প্রকাশিত: ০৮:১১ পিএম, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭ | ৬৮৪

২ ডিসেম্বর মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের ২৩ তম মারকাজি ইজতেমা অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসায় দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

দাওয়াতুল হকের নাযেমে দফতর মাওলানা মাসরুর হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত মারকাজী ইজতেমায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হারদুয়ী হযরত শাহ আবরারুল হক রহ. এর জানাশীন হযরত মাওলানা হাকীম কালীমুল্লাহ (ভারত)।

আরো উপস্থিত থাকবেন দাওয়াতুল হক বাংলাদেশের সব হালকার আমীর, নায়েবে আমীর, কর্মীবৃন্দ ও ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখ, মিডিয়াব্যক্তিত্বসহ সবস্তরের ধর্মপ্রাণ মুসলমান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইজতেমায় অংশগ্রহণ করে সুন্নতের পথকে আরো প্রসারিত করার জন্য দাওয়াতুল হক আমীর আল্লামা মাহমুদুল হাসান সবশ্রেণির মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন।