দিঘুলীয়া বাইতুল কুরআন মাদরাসা’র মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইল দিঘুলীয়া বাইতুল কুরআন মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ মোজাম্মেল হক।
প্রধান মেহমান ছিলেন টাঙ্গাইল জামিয়া দারুস সুন্নাহ গোরস্থান মাদরাসার মুহাতামিম ও খতিব মুফতী আশরাফুজ্জামান কাশেমী।
টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা শামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় ঢাকা লালবাগ জামিয়া শরিফিয়া আরাবিয়ার শাইখুল হাদীস মুফতী আরিফ বিন হাবিব ও বাংলাদেশ তালিমুদ্দিন ওয়ায়েজিন পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা আব্দুল মালেক ধলেশ্বরী।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজী, বীরমুক্তিযোদ্ধা সামছুর রহমান বেলাল ও অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা আজিজুর রহমান খোকা।
মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন মাদরাসার সভাপতি মোহাম্মদ হাসানুর রহমান পরাগ, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী ফজলে রাব্বী ও মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. বাবুল হোসেন।
মাহফিল পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা রেজাউল করিম রাজু।
