কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, শনিবার, ২ নভেম্বর ২০১৯ | ৬১৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে আড়াই হাজার পিচ ইয়াবাসহ আনসার আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে বারবাজার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনসার আলী যশোরের অভয়নগর থানার চাপাতলা গ্রামের আরশাদ আলীর ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের বারবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় আনসারী আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় আড়াই হাজার পিচ ইয়াবা।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।