ঝিনাইদহে ভারতীয় ঔষধসহ আটক এক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
প্রকাশিত: ০৫:৩১ পিএম, শনিবার, ২ নভেম্বর ২০১৯ | ১৬৭

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ আইয়ুব খাঁন (২৫) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে সাধুহাটি বাসন্ট্যান্ড তাকে আটক করা হয়। আটককৃত আইয়ুব খান রাজবাড়ী সদর উপজেলার কোলা এলাকার মৃত খায়ের মোহাম্মদ খাঁনের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে বিপুল পরিমান ঔষধ অবৈধভাবে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ডিবির একটি অভিযানিক দল। এসময় ৫ লাখ টাকা মুল্যের বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ আইয়ুব খানকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।