মধুপুরে নুসরাত হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫ এএম, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | ৬৭৩

টাঙ্গাইলের মধুপুরে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ মঙ্গলবার সকালে মধুপুর বাসস্ট্যান্ড আনারস চত্বরে সচেতন নাগরিক কমিটি সনাক মধুপুর শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে মধুপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে রাফির হত্যাকান্ডে জড়িত দের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক এর সভাপতি বজলুর রশিদ খান, ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, এস এম শহীদ, কলম ভদ্র সহ অন্যনরা।