স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে
বাগাতিপাড়ায় আনন্দ শোভাযাত্রা
 
												 
																			স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে নাটোরের বাগাতিপাড়ায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ শোভা যাত্রা উপজেলা চত্ত¡র থেকে শুরু হয়ে পেড়াবাড়ীয়া বাজার প্রদক্ষিন করে পূর্বের স্থানে শেষ করে। পরে বড়াল আলোচনা সভায় করা হয়।
এই শোভাযাত্রায় সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি, সুধিজন, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে প্রশান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ এ্যাড. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান।
এছাড়াও থানা আওয়ামীলীগের সেক্রেটারী সেকেন্দার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, এসিল্যান্ড মেরিনা সুলতানা, বাগাতিপাড়া মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সেক্রেটারী আরিফুল ইসলাম তপু প্রমুখ উপস্থি ছিলেন।
এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার আয়োজনে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি তহবিল হতে মান সম্মত শিক্ষা নিশ্চিতে উপজেলার ৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে ১টি করে ল্যাফটপ বিতরণ করা হয়।
 
                         
 
             
            