ক্যাপিটাল হাসপাতাল সীলগালা

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৭:৫৫ এএম, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ | ৫৯৮

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে টাঙ্গাইল শহরের ক্যাপিটাল হাসপাতাল কে সীলগালা করে দিয়েছেন। 

এ ছাড়া টাঙ্গাইল ক্লিনিক এন্ড হাসপাতালকে সংশোধনের জন্য চার দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। 

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান বলেন, টাঙ্গাইল শহরের কলেজ মোড়ে অবস্থিত টাঙ্গাইল ক্লিনিক এন্ড হসপিটাল এবং মেইন রোডস্থ ক্যাপিটাল হসপিটালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এই দুটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা ভুয়া ডাক্তার দিয়ে রোগীদের চিকিৎসা করান। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। অভিযান শেষে ক্যাপিটাল হসপিটালের সকল কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে। 

এ ছাড়া সংশোধনের জন্য টাঙ্গাইল ক্লিনিক এন্ড হসপিটাল কর্তৃপক্ষকে চার দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। যদি তারা সংরোধন হতে না পারে তা হলে তাদের সকল কার্যক্রম স্থগিত এবং সিলগালা করে দেয়া হবে। পর্যায়ক্রমে শহরের অন্য হাসপাতালগুলোতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।