টাঙ্গাইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত


টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ বিষয়ে জেলা পর্যায়ে মিডিয়াকর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স কক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা, জেলা তথ্য সহকারী পরিচালক তাবাসসুম সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
কর্মশালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে কেন্দ্র করে ছড়িয়ে পরা গুজব প্রতিরোধে সাংবাদিকদের জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।
‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’শীষক প্রকল্পের আওতায় টিকাদান ক্যাম্পেইন বিষয়ে অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর(কারিগরি ও প্রশিক্ষণ) পরিচালক অনসূয়া বড়ুয়া।
জেলার সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত সভাপতিত্বে কর্মশালায় জানানো হয় টাইফয়েড প্রতিরোধে টাঙ্গাইলে ১০ লাখ ১৬ হাজার ১১২ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম শিশুকে প্রথম দফায় শিক্ষা প্রতিষ্ঠানে চলতি মাসের ১২-৩০ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ তারিখ পর্যন্ত টিকা দেওয়া হবে।