গ্রেনেড হামলার রায়: ঠাকুরগাঁওয়ে যুবলীগের মিষ্টি বিতরণ

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ পিএম, বুধবার, ১০ অক্টোবর ২০১৮ | ৪৩৮
বহুল আলোচিত ২১ আগষ্টে আ'লীগের সন্ত্রাসবিরোধী জনসমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।এতে আইভী রহমান সহ ২৪ নেতাকর্মী মারা যায়। স্প্লিন্টারের আঘাতে আহত হয়ে এখনো বিভিষিকাময় জীবন-যাপন করছে কয়েকশো মানুষ।
 
বুধবার ১০ (অক্টোবর) গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
 
রায়ে সন্তোষ প্রকাশ করে ঠাকুরগাঁও জেলা যুবলীগ মিষ্টি বিতরণ সহ আনন্দ-উল্লাস করেছে। এর আগে বুধবার সকাল থেকে রায় প্রকাশের আগ মুহুর্ত পর্যন্ত আ’লীগ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে যুবলীগের নেতাকর্মীরা।
 
রায় প্রকাশের সাথে সাথে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।পাশাপাশি আনন্দ-উল্লাস করেন।এসময় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ১৪ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নৃশংস ওই গ্রেনেড হামলা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। ঢাকার এক নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার বেলা ১২টায় হত্যা ও বিস্ফোরক আইনে করা আলোচিত দুই মামলার রায় ঘোষণা করেন।