কালিহাতীতে উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের একটি চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
অত্র বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুচ্ছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশারফ হোসেন শিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারন সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাছান তুহিন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব হাছান আলী তালুকদার, কার্যকরী পরিষদের সাবেক সভাপতি আলহাজ¦ আবুল হোসেন সরকার, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মালেক তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক কাইয়ুম উদ্দিন ও প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য লুৎফর রহমান।