নেপালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ পিএম, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ৩৩

নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। জেন-জি প্রজন্মের তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করার পর এ পদে নিযুক্ত হন সুশীলা কার্কি। এদিনই দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সরকার। খবর বিবিসি।

৭৩ বছর বয়সী কার্কি গত শুক্রবার সংক্ষিপ্ত এক শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে রাতেই সংসদ বিলুপ্ত করা হয়েছে। সরকার ঘোষণা করেছে, আগামী বছরের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কার্কি কয়েক দিনের মধ্যে তার মন্ত্রিসভা গঠন সম্পন্ন করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ‘পরিচ্ছন্ন ইমেজ’-এর জন্য পরিচিত এবং তার নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে শিক্ষার্থী নেতৃত্বাধীন জেন-জি প্রজন্ম।

আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, সংসদ ও সরকারি ভবন পুনর্নির্মাণ, জেন-জি আন্দোলনকে শান্তিপূর্ণ ও এ আন্দোলনের সপক্ষে জনমত নিশ্চিত করা, সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনাসহ বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে কার্কির মন্ত্রিসভা।

চলতি সপ্তাহে জেনারেশন জেড বা জেন-জিদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। হামলা-ভাংচুরের শিকার হয় সংসদ, সরকারি-বেসরকারি ভবন, মন্ত্রীদের বাড়িসহ নানা স্থাপনা। এর পর থেকে দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে তৈরি হয় অচলাবস্থা। দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যে কে অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তা নিয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনার মাধ্যমে এ ঐকমত্যে পৌঁছানো গেছে।

নেপালের প্রবীণ আইন বিশেষজ্ঞ কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য জনপ্রিয়। তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন। দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ডসহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত তিনি।