টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির নয়া কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন


প্রকৃত মালিক ছাড়া টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদ এবং নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ট্রাক মালিকদের একটি অংশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে প্রকৃত ট্রাক মালিকরা সমন্বিতভাবে সমিতি পরিচালনা করতে থাকে। গত ৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে বিনা নির্বাচনে অগণতান্ত্রিকভাবে প্রকৃত ট্রাক মালিকদের না জানিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কাজী শফিকুর রহমান লিটনকে সভাপতি এবং আশরাফ পাহেলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। গঠনকৃত ওই কমিটির অধিকাংশ সদস্য ট্রাকের মালিক নন। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক সুবিধাভোগীরা ওই কমিটিতে রয়েছেন। মালিকবিহীন লোকজনদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তা তারা প্রত্যাখান করছেন। একই সঙ্গে গঠনতন্ত্র বহির্ভূত ওই অবৈধ কমিটি অবিলম্বে কমিটি বাতিল করে প্রকৃত মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনরায় কমিটি গঠনের জোড় দাবি জানান।
তিনি বলেন, আগামি ৭ কার্যদিবসের মধ্যে ওই পকেট কমিটি বিলুপ্ত করে প্রকৃত ট্রাক মালিকদের নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন করে কমিটি গঠন করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে ট্রাক মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি হানিফ উদ্দিন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাবেক চেয়ারম্যান সুমন দেওয়ান, প্রচারণা সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।