গৃহবধূর মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় থানায় মামলা ; অাটক ১


বগুড়ার ধুনটে নির্যাতনের পর গৃহবধূর মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাষান্ড স্বামীর বড় ভাই শাহ আলম (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ এপ্রিল) ধুনট থানার পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীর কে গ্রেফতার করা হয়েছে। স্বামী বকুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত অাছে।
উল্লেখ্য,গত ৯ এপ্রিল উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বকুল হোসেন তুচ্ছ বিষয় নিয়ে গৃহবধু আসমা খাতুনকে বেদম মারপিটে আহত করে। একপর্যায়ে স্বামী বকুল হোসেন তার স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। এরপর গত সাতদিন যাবৎ ওই গৃহবধুকে ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায় পাষন্ড স্বামী বকুল হোসেন।
এদিকে মেয়ের নির্যাতনের খবর শুনে তার পিতা ইসমাইল হোসেন দেখা করতে গেলেও তাকে দেখা করতে দেয়নি বকুল হোসেন। সোমবার বিকালে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকদের সহযোগিতায় স্বামীর বাড়ী থেকে নির্যাতিত গৃহবধু আসমা খাতুনকে উদ্ধার করে তার পিতা।
আসমার বাবা ইসমাইল হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় আমার মেয়েকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।