কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু


গাজীপুরের কালিয়াকৈরের বেসরকারী হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশনের কারনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মৃত পরিবারের পক্ষ থেকে জানা যায় , উপজেলার সফিপুর এলাকায় বৃহস্পতিবার সকালে তানিয়া সুলতানার প্রসব বেদনা উঠলে পরিবারের স্বজনরা স্থানিয় খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তানিয়ার পরিবারের স্বজনদের সিজার করানোর অনুরোধ করেন। পরিবারের সম্মতি ক্রমে তানিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। গাইনি ডাক্তার মাহমুদা অপারেশন কার্যক্রম শুরু করেন। অপারেশন ত্রুটির কারনে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালের মালিক পক্ষ তানিয়াকে ফজিলাতুন্নেছা মেডিকেলে নিয়ে যায়। সেখানে শুক্রবার রাতে তানিয়ার মৃত্যু হয়। মৃত প্রসূতি হলেন গোলাম মোস্তফার স্ত্রী তানিয়া সুলতানা।
হাসপাতালের ম্যানেজার মজিদ জানান, অপারেশন থিয়েটারে অতিরিক্ত রক্ত খরনের ফলে তানিয়ার মৃত্যু হয়। এ জন্য নিহতের পরিবারকে ক্ষতি পূরন দেওয়ার কথা চলছে।
এ দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল-বেলাল জানান, এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে হসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।