টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, মঙ্গলবার, ৫ জুন ২০১৮ | ৪০৯

‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, সিভিল সার্জন শরীফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, স্থানীয় সরকারে উপ পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। আলোচনা শেষে বিশ্ব পরিবশে দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।