একযুগ পূর্তিতে শিশুস্বর্গ ফাউন্ডেশনের শীত উপহার,ফ্রী চিকিৎসা সেবা 

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ০৬:৪২ পিএম, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | ৩৮৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তগ্রাম দর্জিপাড়ার হাজারও শিশুর মুখে হাসি ফুটালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিয়ান) এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিশুস্বর্গ ফাউন্ডেশন।
 
শিশুস্বর্গ ফাউন্ডেশনের এক যুগপূতি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শীতের এই কঠিন মুহুর্তে নতুন শীত উপহার পেয়ে হাসি ফুটলো সীমান্তের সুবিধা বঞ্চিত শিশুদের মুখে। তবে এবার এই সীমান্তের অসহায়,গরীব মানুষদের মাঝে ফ্রী চক্ষু চিকিৎসা সেবার ক্যাম্প আয়োজন করে শিশুস্বর্গ ফাউন্ডেশন।
 
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে হাজারও শিশুকে উপহার হিসেবে শীতের নতুন জ্যাকেট ও ফ্রী চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়।
 
নতুন জ্যাকেট পেয়ে শিশুদের মুখে ফোটে উঠে হাসির ঝিলিক। প্রতি বছর এ দিনটির অপেক্ষায় থাকে সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা।   
 
শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদের উপস্থাপনায় অনুষ্ঠানে নবনির্বাচিত তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে এসব শীত উপহার ও ফ্রী চক্ষু চিকিৎসা সেবা উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব কায়কোবাদ।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন মন্তনালয়ের যুগ্ন সচিব কাজী আবু তাহের,স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব একেএম মিজানুর রহমান,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু।
 
এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় সরকারি মকবুলার রহমান কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, শিশুস্বর্গ ফাউন্ডেশনের সভাপতি নিলু উৎপল সরকার, তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত জাহেরুল ইসলাম,জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান,কৃষি অফিসার জাহাঙ্গীর আলম,সমাজসেবা অফিসার আল ফারুক,শিশুস্বর্গ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক টিপু,শিশুস্বর্গের পরিচালক কবীর আকন্দসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।