টাঙ্গাইলে জুলাই মাসে করোনায় ৫ হাজার ৯২৪ জন আক্রান্ত 

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:২০ পিএম, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | ৪৫৯
টাঙ্গাইলে শুক্রবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত ১৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জুলাই মাসে ৫ হাজার ৯২৪ জন আক্রান্ত হলো। মোট আক্রান্তের ৪৩ দশমিক ৪১ শতাংশ রোগি জুলাই মাসে শনাক্ত হয়েছে।
 
এ ছাড়াও ২৪ ঘন্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুবরণ করেছে একজন। চলতি জুলাই মাসের ৩০ দিনে ১০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো। জেলার মোট মৃত্যুর ৪৮ দশমিক ৫৭ শতাংশ মৃত্যুবরণ করেছে এই মাসে।
 
বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।
 
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয় গত বছর ৮ এপ্রিল। এর পর গত ৩০ জুন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ছিলো সাত হাজার ৭০৭ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনে ৫ হাজার ৯১৪ জন আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৬ টা থেকে শুক্রবার (৩০ জুলাই) গত ২৪ ঘন্টায় ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৩৩ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২১ জন।
 
জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগির মৃত্যু হয় গত বছর ২০ এপ্রিল। এর পর গত ৩০ জুন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিলো ১০৮ জন। চলতি জুলাই মাসের ৩০ দিনে ১০২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে জেলা মোট মৃত্যু ২১০ জন। 
স্বাস্থ্যবিভাগের প্রতিবেদনে শুধু করোনা আক্রান্ত হয়ে মৃতদের সংখ্যা এসেছে। উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ার সংখ্যা সেখানে দেয়া হয়নি।
 
টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, জুলাই মাসে করোনা আক্রান্ত রোগির সংখ্যা বেড়েছে। করোনার ডেল্টা ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।