আশ্রয়হীনদের ঘর প্রদান করলেন এমপি ছানোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১৩৪৮

‘‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার” উপহার গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচি এর আওতায়-মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীনে টাঙ্গাইলে আশ্রয়হীনদের মাঝে টিনশেড পাকা ঘর প্রদান করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦  মোঃ ছানোয়ার হোসেন ।

শনিবার (২৫ সেপ্টম্বর ) সকালে টাঙ্গাইল পৌরসভার  ৪ ও ৫নং ওয়ার্ডে চার আশ্রয়হীনদের  মাঝে এ ঘর প্রদান করা হয়। এ টিনশেড পাকা ঘরে আছে দুটি রুম, একটি বড় বারান্দা, রান্নাঘর ও শৌচাগার। 

এসময় এমপি ছানোয়ার বলেন আজকে যাঁরা ঘর পেয়েছেন তাঁদের কষ্ট দূর করা এবং তাঁদের মুখের হাসি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। স্বপ্নের  সোনার বাংলা  বিনির্মাণে লক্ষ্যে ক্ষুধা  ও দারিদ্র মুক্ত ও সমৃদ্ধ  বাংলাদেশ  গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ অগ্রণী ভূমিকা  পালন  করছে।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম খান,শহর আওয়ামীলীগের প্রচার ও প্রকশনা সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রফিক প্রমুখ।