কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে

টাঙ্গাইলে মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ৬২১

টাঙ্গাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস বিরোধী ও শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাভু’র সভাপতিত্বে ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমান রেজা। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল মডেল থানার ওসি মো. মীর মোশারফ হোসেন।

৭ নং দাইন্যা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফরজ আলী, দাইন্যা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক লক্ষন পাল প্রমুখ। এসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমাজের বাল্য বিয়ে, মাদক সেবন, মাদক বিক্রেতা ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করা হয়। এ সময়  মাদক থেকে দূরে সরে আসতে সকলকে আহ্বান জানান বক্তারা।