পরিকল্পনামাফিক টেকসই উন্নয়ন হলেই দেশে প্রকৃত উন্নয়ন হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১১ পিএম, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১২১০

তৃণমূলে পরিকল্পনামাফিক টেকসই উন্নয়ন হলেই দেশে প্রকৃত উন্নয়ন হবে এবং দেশ এগিয়ে যাবে এই শ্লোগানে টাঙ্গাইলে সদর উপজেলার হুগড়া ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অগ্রগতি শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ সেপ্টম্বর ) সকালে হুগড়া ইউনিয়নের বেগুনটাল মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦  মোঃ ছানোয়ার হোসেন।

হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন খান তোফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম খান ও ডেমক্রেসিওয়াচ এর কো-অর্ডিনেটর লুৎফর রহমান। 

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য,বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনরা উম্মুক্ত আলোচনা পর্বে আগত অতিথিদের বিভিন্ন উন্নয়নমূলক প্রশ্ন করেন এবং অতিথিরা তার জবাব দেন।