ইরানের টার্গেটে মার্কিন-ইসরাইলি ৩৫ স্থাপনা

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | ৩৩১
 
ইরানের রভল্যুশনারি গার্ড (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা টার্গেটের তালিকায় রেখেছে ইরান। আইআরজিসির জ্যেষ্ঠ এক কমান্ডার এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি।


তিনি বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৫টি স্থাপনা, এমনকি তেল আভিব (ইসরাইলের) আমাদের হামলার আওতায়।

কমান্ডার ঘোলামালি আবু হামজেহ ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের আইআরজিসি কমান্ডার। কেরমান সোলাইমানির জন্মভূমি। আগামীকাল রোববার (০৫ জানুয়ারি) এখানেই সোলাইমানির দাফন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবু হামজেহ বলেন, ইরানের সঙ্গে সম্পর্কের অবনতির গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় ‘ভুল’ করেছে যুক্তরাষ্ট্র। ইরান এর প্রতিশোধ অবশ্যই নেবে।