নাটোরে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩ এএম, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯ | ৫১০

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়েজিত কাবাডি প্রতিযোগিতা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বাগাতিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহাদ আলী, পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ শামসুল আরেফিন, বাগাতিপাড়া এবং বাগাতিপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সরকার এবং সভাপতিত্ব করেন পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম ঠান্ডু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটোর জেলা ক্রীড়া অফিসার (অতিঃ দাঃ) আ ফ মুহাম্মদ ওবায়দুল হক। ফাইনাল খেলায় লক্ষণহাটি উচ্চ বিদ্যালয় দলকে ২৬-২১ পয়েন্টে পরাজিত করে পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হয়েছে।

/ফিরোজ আহমেদ