কোরিয়ার সামাজিক সংগঠন ইসো এর উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ 

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৬:২৮ পিএম, শনিবার, ৪ জানুয়ারী ২০২০ | ৩৬৩
প্রবাসী বাংলাদেশিদের পছন্দের এবং কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) কর্তৃক চলমান শীতকালীন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম ধাপে রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন এ ১০০ জন হতদরিদ্র পরিবারকে শীতের কম্বল বিতরণ করা হয়।
 
তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে উত্তর খামার গাড়াগ্রাম জাবালে নূর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আবাসিক ছাত্রদের সহকারে এলাকার হতদরিদ্র ১০০ জন শীতার্তদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় ।
 
শীতের কম্বল পেয়ে এলাকার এসব হতদরিদ্র মানুষ সন্তুষ্টি প্রকাশ করেন এবং যারা নিরলস পরিশ্রম করে এবং অর্থ যোগান দিয়ে এ কার্যক্রমে সহযোগিতা করলেন তাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা ও সফলতা কামনা করেন।
 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট মুশফিকুর রহমান, কালকিনি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ফজলুল করিম এবং অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আলহাজ্ব শরীয়তউল্লাহ।
 
এছাড়াও উক্ত অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।