মির্জাপুর বর্ধনপাড়া-বহুরিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৯ পিএম, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯ | ২৫৯

টাঙ্গাইলের মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া-বহুরিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এক কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় এমপি আলহাজ মো. একাব্বর হোসেন।

এ উপলক্ষে উপজেলার উয়ার্শী ইউনিয়নের উত্তর রোয়াইল বাজারে এক আলোচনাসভার আয়োজন করা হয়। উয়ার্শী ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিকের সভাপতিত্বে এমপি একাব্বর হোসেন ছাড়াও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহ প্রকৌশলী মোহাম্মদ আবুল হোসেন তুহিন, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভাদগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম, ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজদ হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ বক্তৃতা করেন। 

পাউবোর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন। '৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (প্রথম পর্যায়)' শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মির্জাপুর উপজেলার চার ইউনিয়নের কয়েক শত হেক্টর আবাদী জমি রক্ষায় উয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া হতে বহুরিয়া পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।

পিএইচ/শামসুল ইসলাম সহিদ